High Tension Panel

LT Panel

To control/switch the power required in different machines, sections, purpose, LT switchgear consists of the main incoming Circuit Breaker (MCCB/ACB). As per the capacity of the Transformer, Rated Bus-bars, Outgoing Circuit Breakers (ACB/MCCB/MCB).

HT Panel

HT Panel stands for High Terminal. It is also as like as LT Panel except that used for high tension cables. A lot of quality assembled HT Panel (High Terminal) make ready and designed on the basis of the rated voltage of 12 kV, 33 kV. The current rating of HT Panel- 400 A to 250 A. The range of breaking capacitors starts from 250 MVA to 1500 MVA.

PFI Panel

HT Panel stands for High Terminal. It is also as like as LT Panel except that used for high tension cables. A lot of quality assembled HT Panel (High Terminal) make ready and designed on the basis of the rated voltage of 12 kV, 33 kV. The current rating of HT Panel- 400 A to 250 A. The range of breaking capacitors starts from 250 MVA to 1500 MVA.

About us

Euro Enterprise

Etiam rhoncus. Maecenas tempus, tellus eget condimentum rhoncus, sem quam semper libero, sit amet adipiscing sem neque sed ipsum. Nam quam nunc, blandit vel, luctus pulvinar, hendrerit idlorem.

Read more about our story

We Manufacture LT Panel, HT Panel, & PFI Panel

LT Panel / Low Tension Panel কি ও কেন ব্যবহার করা হয় পড়ুন

চলুন সহজ ভাষায় জেনে আসি ইন্ডাস্ট্রির LT Panel (এল টি প্যানেল) সম্পর্কে। LT Panel হল একটি ইন্ডাস্ট্রির পাওয়ারের মূল চালিকাশক্তি। শুধুমাত্র ইন্ডাস্ট্রি নয় আমরা আমাদের আবাসিক বাসাবাড়ির জন্য এই প্যানেল তৈরি করতে পারি। Low voltage exist করে বলে এর নামকরণ হয়েছে Low Tension / LT Panel (এল টি প্যানেল/লো টেনশন প্যানেল) ইন্ডাস্ট্রি

এখন জানবো কিভাবে এই প্যানেল তৈরি হয়? কি কি ডিভাইস থাকে? আর কত ভোল্টেজে কাজ করে?

সাধারণত ইন্ডাস্ট্রির সাবস্টেশনে জেনারেটর এর মাধ্যমে 11 KV ভোল্টেজ উৎপন্ন করা হয়। এখন এই ভোল্টেজকে একটি 11/0.44 KV ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এর সাহায্যে 400/440 volt এ আনা হয়।

উল্লেখ্য, 11KV এর HT line কে সরাসরি ট্রান্সফর্মার এর প্রাইমারি সাইডে দেয়া হয়না। এক্ষেত্রে একটি incoming Circuit breaker ব্যবহার করা হয়। সাধারণ একাজে Vacuum Circuit breaker / Oil Circuit breaker ব্যবহার করা হয়। তারপর এই সার্কিট ব্রেকার এর কানেকশন ট্রান্সফর্মার এর ইনপুট এ দেয়া হয়। ট্রান্সফর্মার এর আউটপুট ৪৪০/৪০০ কে অতঃপর LT Panel এ স্থানান্তর করা হয়। কিভাবে করা হয় সেটা পরিষ্কার করতে চাই।

সাধারণত বাসবার ট্রাংকিং সিস্টেম এর সাহায্যে এই ৪০০ ভোল্টকে আমরা LT Panel এ নিয়ে আসতে পারি। তবে এই ক্ষেত্রে ক্যাবল ও ব্যবহার করা যায়। তবে cost এর কথা চিন্তা করলে বাসবার ই শ্রেয়।

এখন প্রশ্ন হচ্ছে এই বাসবারের কানেকশন কোথায় দেয়া হবে?

সেটা হল LT Panel এর সার্কিট ব্রেকারের সাথে। এই ক্ষেত্রে ACB ( Air Circuit breaker) ব্যবহার করা হয়।এই Air Circuit breaker এর আউটপুট আবার পুনরায় বাসবারের মাধ্যমে Distribution Panel এর ব্রেকারে যায়। এই Distribution Panel এ আবার MCCB (Molded Case Circuit Breaker) ব্যবহার করা হয় যার আউটপুট ইন্ডাস্ট্রির বিভিন্ন লোডে গিয়ে পৌছায়। একটি ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। প্রতিটি ডিপার্টমেন্ট একটি আলাদা আলাদা LT Panel / switch-yard এর আওতায় থাকে। এছাড়াও ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর মনিটর করার জন্য এখানে এমিটার, ভোল্টমিটার & পিএফআই মিটার থাকে।

ইন্ড্রাস্ট্রিয়াল পাওয়ার সিস্টেম নিয়ে সহজ এবং সংক্ষিপ্ত আলোচনা

ইন্ড্রাস্ট্রিতে পণ্যসামগ্রী তৈরির জন্য বিদ্যুৎ শক্তির বিকল্প নেই। ইন্ড্রাস্ট্রির যাবতীয় মেশিনগুলোর মূল চালিকাশক্তি হল বিদ্যুৎ। তাই এই বিদ্যুৎ শক্তিকে পরিচালনা, নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের ইন্ড্রাস্ট্রিতে আলাদা করে একটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থাকে। এই ডিপার্টমেন্টে নিয়োজিত বিদ্যুৎ প্রকৌশলীগণ ইলেকট্রিক্যাল বিভিন্ন ইকুইপমেন্টকে মনিটরিং করেন এবং কোন সমস্যা দেখা দিলে ট্রাবলশুটিং করে সমাধানের পথ বের করেন। আজকে আমরা একটি ইন্ড্রাস্ট্রিয়াল পাওয়ার সিস্টেম কিভাবে সাজানো হয় সেই ব্যাপারে আলোচনা জমিয়ে তুলব।

ইন্ড্রাস্ট্রিগুলো সাধারণত বিদ্যুৎ বিক্রয় এবং বিতরণ কোম্পানিগুলোর HT গ্রাহক। এখন নিশ্চয় মনে মনে প্রশ্ন করছেন যে, HT গ্রাহক আবার কি?

HT গ্রাহক

সাধারণত বিদ্যুৎ বিক্রয় এবং বিতরণ কোম্পানিগুলো যেমন পিডিবি, ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ওজোপাডিকো, পল্লীবিদ্যুৎ সমিতি থেকে যারা ১১ কিলোভোল্ট লাইন সরাসরি কনজিউম করে তাদেরকে বলা হয় HT গ্রাহক।

তবে কিছু কিছু ইন্ড্রাস্ট্রি আবার সরাসরি গ্রীড থেকেও ২৩০/১৩২ কিলভোল্ট লাইন নিয়ে থাকে। যেমন বসুন্ধরা গ্রুপ পাওয়ার গ্রীড থেকে ২৩০ কেভি, বি এস আর এম, আবুল খায়ের এবং কবির স্টীল মিল ১৩২ কিলোভোল্ট লাইন সরাসরি নিয়ে থাকে। সাধারণত স্টীল, গ্লাস ফ্যাক্টরিগুলোতে রড তৈরির ফার্নেসে প্রচুর পরিমাণে ভোল্টেজ দরকার পড়ে।

তাই তারা সরাসরি গ্রীড থেকেই এত পরিমাণ ভোল্টেজ গ্রহণ করে। সাধারণত এগুলোকে Turnkey transmission line বলে।

High Tension/HT panel

এখন তাহলে প্রশ্ন হল এই ১১ কেভি তো আর মেশিনগুলোতে সরাসরি ব্যবহার হবেনা। কারণ ইন্ড্রাস্ট্রিতে ব্যবহৃত মেশিনগুলো থ্রি-ফেজ অথবা সিংগেল ফেজ। তাই ইন্ড্রাস্ট্রিতে ২২০-৪০০ ভোল্ট দরকার। তাই ১১ কেভি ভোল্টেজকে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে ৩৮০/৪০০/৪৪০ ভোল্ট করে নেয়া হয়। আর এই ট্রান্সফরমার ইনডোর সাবস্টেশনে থাকে। এই ট্রান্সফরমারের HT সাপ্লাই সাইডকে টার্ন অন করতে এল বি এস (লোড ব্রেক সুইচ) বা ভি সি বি (ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার) প্যানেল ব্যবহার করা হয়। একে HT প্যানেলও বলা হয়ে থাকে।

SDB/Sub distribution board

এবার চলুন Sub distribution/SDB board নিয়ে আলোচনা করা যাক। তার আগে আপনাদের একটি মজার উদাহরণ দিতে চাই।

আমরা সবাই জানি, একজন কর্মকর্তার অধীনে অনেক কর্মচারী কাজ করেন।

তেমনিভাবে একটি সেন্ট্রাল distribution board এর অধীনে অনেকগুলো Sub distribution board (SDB) থাকে। এই SDB থেকেই মূলত বিভিন্ন ফ্লোরের লোডে ওয়্যার কানেকশন দেয়া হয়।

এই প্যানেলে একটি MCCB/Molded Case Circuit Breaker থাকে যেখানে তিনটি লাইন সেন্ট্রাল DB/Distribution Board থেকে প্রবেশ করে থাকে।

তারপর এই ব্রেকারের তিনটি outgoing line চারটি বাসবারে কানেকশন দেয়া হয়ে থাকে।

এখন অনেকেই বলবে যে, তিনটা না হয় বুঝলাম থ্রি ফেজ লাইনের জন্য আর বাকিটা কোনটা? বাকিটা হল নিউট্রাল লাইনের জন্য।

এই প্যানেলে SPCB (Single pole Circuit breaker) রয়েছে। বাসবারের তিনটি ফেজ লাইন এই ব্রেকারগুলার ইনপুটে যায়। আর তার আউটপুট যাবে বিভিন্ন ফ্লোরের লোডে।

এবার অনেকে প্রশ্ন করবেন যে, তাহলে সিংগেল ফেজের জন্য কিভাবে কানেকশন দিব?

এটাও খুব সহজ। প্যানেলের একটা ফেজ লাইন আর একটা নিউট্রাল ক্যাবল ল্যাগ-এর মাধ্যমে ব্রেকারে পুরে দিলেই খেল খতম। তারপর এখানে সবুজ কালারের একটি ক্যাবল থাকে। এটা হল আর্থিং ক্যাবল। লিকেজ কারেন্টের দরুণ মেটাল বডি শর্ট হয়ে যেন দূর্ঘটনা না ঘটে সেই জন্য এটা ব্যবহার করা হয়। এই প্যানেলে TPCB (Triple pole Circuit breaker)ও ব্যবহার করা হয়। এটা এসি বা কোন heavy load এর জন্য স্পেশালি ব্যবহার করা হয়ে থাকে।

আর এভাবেই মূলত একটি ফ্যাক্টরির পাওয়ার সিস্টেম ডিজাইন করা থাকে।

Contact

Any questions? Get in touch

Etiam rhoncus. Maecenas tempus, tellus eget condimentum rhoncus, sem quam semper libero, sit amet adipiscing sem neque sed ipsum. Nam quam nunc, blandit vel, luctus pulvinar, hendrerit idlorem.

Get in touch with us